আঞ্চলিক সংবাদ

সুনামগঞ্জে হাজং কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বান্দ্রা গ্রামে গত ৯ নভেম্বর সন্ধ্যায় এক হাজং আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ১৫ নভেম্বর মঙ্গলবারে বান্দ্রা গ্রামে একটি মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, মধ্যনগর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও ছাত্র-যুবরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বান্দ্রা গ্রামের একজন হাজং বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গত ৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের ক্ষেত থেকে হাঁস আনতে গেলে ওত্‌পেতে থাকা একই গ্রামের শাহাদাত্‌ মিয়া (২১) ও রফিক মিয়া (৪০) নামে দু’জন বাঙালি লোক তার মুখ বেঁধে নিয়ে আধ কিলোমিটার দূরে পাহাড়ী ঝর্ণার ছড়ার পাশের ক্ষেতে নিয়ে কিশোরীর ওপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীর মুখের বাঁধন খুলে গেলে তার আর্তচিত্‌কারে এলাকাবাসী গিয়ে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে এবং এসময় আসামীরা দৌড়ে পালিয়ে যায়। এরপর গত ১১ নভেম্বর ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ করার পর এ পর্যন্ত একজন আসামী রফিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

মানবন্ধনে সকল বক্তা এই দুই অপরাধীর অবিলম্বে কঠোর বিচার দাবি করেছেন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পল্টন হাজং বলেন, ধর্ষণ সমাজের একটি ব্যাধী। এই ব্যাধীকে চিরতরে নির্মূল করা প্রয়োজন। এজন্য এসব ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনাগুলো আমলে নিয়ে দ্রুত ন্যায় বিচার সম্পন্ন করা দরকার।

তিনি আরো বলেন বান্দ্রা গ্রামের এই বুদ্ধি প্রতিবন্ধী হাজং কিশোরীকে যেভাবে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং প্রতিবেশিরা তার আর্তচিত্‌কার শুনে তাকে উদ্ধার করেছে। আমরা এই ঘটনার অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অন্তর হাজং বলেন এই ঘটনায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামীকেও দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানাই।

অজিত হাজং বলেন আমাদের বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টার যে ঘটনা আসামীরা ঘটিয়েছে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার চাই।

এছাড়াও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, ধর্মপাশা শাখার সভাপতি দশরথ চন্দ্র অধিকারী বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কুমেদ হাজং বলেন, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ধ্রুবরাজ বানাইসহ আরো অনেকে।

মানববন্ধনটি মহিষখলা বাজারে প্রাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল হতেই কিছু এলাকাবাসীদের দ্বারা সংহতি জানাতে আসা অনেক লোক বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যায় এবং অবশেষে বান্দ্রা হাজং গ্রামে নি‍র্ধা‍‍রিত সময়ের প্রায় ২ ঘন্টা পর মানববন্ধন করে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন।

Back to top button