সুখিয়া রবিদাস ধর্ষন ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত শাইলু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটি রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করে আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটি আহবায়ক নবদ্বীপ লাকড়া, সমাবেশে বক্তব্য রাখেন ন্যাপ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান খান আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রবিদাস উন্নয়ন পরিষদের রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সহ সাধারণ সম্পাদক আপেল মুন্ডা ও রবিদাস ছাত্র পরিষদের আহবায়ক সুশীল রবিদাস। সভা সঞ্চলনা করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক হুরেন মুর্মু।