অন্যান্য
সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লীতে দুই আদিবাসী তরুণীর লাশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরাপল্লী থেকে দুই তরুণীর লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।
তবে সুকল্পি ত্রিপুরা ও ছবি রানী ত্রিপুরা নামের ওই দুই বান্ধবীর মৃত্যু কীভাবে হল- সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।
সীতাকুণ্ড থানার এসআই জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তারা পৌর সদরের ত্রিপুরা পল্লীতে যান। তিনি বলেন, “আমরা এসে ছবিদের ঘরে লাশ দুটি শোয়ানো অবস্থায় পেয়েছি। ছবির ছোট ভাই আমাদের জানিয়েছে, ঘরে লাশ দুটো ঝুলন্ত অবস্থায় ছিল। পরে নামানো হয়েছে।”
তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য দিতে পারেননি এসআই জয়নাল।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান তিনি।