সিরাজগঞ্জের আদিবাসীদের মানবাধিকার সচেতনতা মূলক সভা
রিপন বানাইঃ দেশব্যপি আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রমের ধারাবাহিকতায় আইপিডিএস, ইউএনডিপির অর্থায়নে গত ১৭ ও ১৮ জানুয়ারী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তারাশ উপজেলায় আদিবাসীদের মানবাধিকার সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আদিবাসী নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, নারী প্রতিনিধি, ছাত্র ও যুব প্রতিনিধিরা অংশগ্রহন করেন। প্রকল্পটির সমন্বয়কারী রিপন বানাই আদিবাসীদের মানবাধিকারের নানাদিক নিয়ে উপস্থিত সবার সাথে আলোচনা করেন। এসময়ে সভায় উপস্থিত প্রতিনিধিগণ স্থানীয় প্রেক্ষাপটে আদিবাসীদের মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরেন এবং সমাধানের পরামর্শ প্রদান করেন। আদিবাসী জনগণের পক্ষে তারা আইপিডিএস ও ইউএনডিপিকে এমন প্রকল্প নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রকল্পটির আওতায় আদিবাসীদের মানবাধিকার ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় রায়গঞ্জ ও তারাশ উপজেলায় কাজ করছে।