আন্তর্জাতিক

সিডনীতে আদিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসী অধিকারবিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক উপলক্ষে গত রবিবার ১২ আগস্ট সিডনীতে প্রবাসী বাংলাদেশের আদিবাসীরা মিলিত হন। গারো অস্ট্রেলিয়ান সোসাইটির আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম ইনডিজিনাস জুম্ম এসোসিয়েশন অস্ট্রেলিয়া এর সহযোগীতায় অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী খাবার।

সাবেক অস্ট্রেলিয়ান ফেডারেল পারলামেনটারিয়ান লরী ফারগুশন এই উৎসবের উদ্বোধন করেন । মাইকেল রাংসার সভাপতিত্বে এবং টূরি ম্রং ও সালগিরা ম্রং এর যৌথ সঞ্চালনায় আদিবাসী দিবসের তাৎপর্য ও আদিবাসীদের মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে মূল বক্তব্য উপস্থাপন করেন অভিলাষ ত্রিপুরা। আলোচনায় অংশ নেন গসিরাম রেমা, জেকব খ্যাং, সাবেক সিটি কাউন্সিলর প্রবীর মৈত্র, সাংবাদিক ও পরিব্রাজক ফজলুল বারী ও প্রিয় অস্ট্রেলিয়ার শাহাদাত মানিক। “জ্বলে উঠবনা কেন?” শীর্ষক ২০ বছর আগের নিজের রচিত কবিতাটি চাকমা, বাংলা ও ইংরেজী এই তিনটি ভাষায় আবৃত্তি করেন কবিতা চাকমা। বক্তাগন আদিবাসীদের মানবাধিকার বাস্তবায়নের জন্য রাষ্ট্র ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিশ্বাস ও ইতিবাচক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন । পাশাপাশি দেশের মূলধারার জাতিগোষ্ঠীর সদস্যদের আদিবাসীদের সংস্কৃতি ও জীবনযাপন প্রণালী নিয়ে অবহিত হওয়ার ও আদিবাসীদের সকল সমস্যাকে অন্তর থেকে অনুভব করা উচিত এই অভিমত দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো, ত্রিপুরা, চাকমা, বাংলা ও ইংরেজীতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী আদিবাসী শিল্পী বৃন্দ।

Back to top button