সিটি নির্বাচনের তারিখ নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ক্ষোভ
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সরস্বতী পূজা ও ভোটের দিন একই হওয়ায় এ দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটের দিন ৩০ জানুয়ারি। একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজাও অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণ হলে বড় একটি অংশের মানুষের উৎসব পালনে বিঘ্ন ঘটবে বলে মন্তব্য করেন রানা দাশগুপ্ত। এ কারণে ভোটের দিন পরিবর্তন করার দাবি জানিয়েছেন তিনি। এডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সরস্বতী পূজা ও নির্বাচনের তারিখ ঘোষণা পরিকল্পিত কেননা এটি সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন প্রত্যেকেই বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লায় আনন্দের সঙ্গে এই পূজা উদযাপন করে। একই দিনে পূজা ও নির্বাচন হলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।