সিআইএর প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হ্যাসপল, বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল ব্যবহারের কারণে যার সমালোচনা রয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হ্যাসপলের নিয়োগ ৫৪-৪৪ ভোটে অনুমোদন পায়।
৬১ বছর বয়সী হ্যাসপলের তিন দশকের ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ হামলার পর ২০০২ সালে তাকে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্ব দেওয়া হয়। ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দির ডুবে যাওয়ার অনুভূতি হয়) মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।
সিআইএ পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে সেই জায়গায় উপ-পরিচালক জিনা হ্যাসপলকে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।