অন্যান্য

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম আন্দোলনের নেতা শাহজাহান আলী মারা গেছেন

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান আজ বিকাল ৪টার দিকে গোবিন্দঞ্জ উপজেলার সাহেবগঞ্জে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরণ করেছেন।

আদিবাসী জাতীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন তাঁর এ মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের নামে দখলকৃত সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতাল ও প্রান্তিক বাঙ্গালি কৃষকদের ১৮৪২.৩০ একর সম্পত্তি উদ্ধারের একজন নির্ভীক সংগ্রামী নেতা ছিলেন শাহজাহান আলী প্রধান। রংপুর চিনিকল ২০০৪ সালে প্রথম লে-অফ ঘোষনার পর থেকেই ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে। আদিবাসী-বাঙ্গালি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন তিনি।

এই ন্যায্য আন্দোলন ঠেকাতে এবং বাগদা ফার্মে বসবাসরত সাঁওতাল ও বাঙ্গালিদের উচ্ছেদ করার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের নেতৃত্বে গত ৬ নভেম্বর ২০১৬ তারিখে সংঘটিত বর্বর অভিযানের পরে শাহজাহান আলী প্রধানকে অনেকগুলো মিথ্যে মামলায় জড়ানো হয়। তবুও তিনি ভূমি অধিকারের এই সংগ্রাম থেকে এক পা পিছনে ফেরেননি।
শাহজাহান আলী প্রধান এর এই আকস্মিক মৃত্যু বাগদা ফার্মের ভূমি অধিকারের আন্দোলনের ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি।
আমরা আবারো শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনা করছি।

Back to top button