আঞ্চলিক সংবাদ

সাতক্ষীরায় মুন্ডা পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে জখম

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে আজ সকালে মুন্ডা পরিবারের জমি দখলের উদ্দেশ্যে মুন্ডা আদিবাসীদের চার সদস্যকে পিঠিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন নরেন মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা। আহতদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, বকুল সরদারের ছেলে রাশেদুল সরদার এবং এবাদুল সরদার সকাল ৮ টার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত দু-শতাধিক মানুষ নিয়ে নরেন সরদারের বাড়ি সহ মুন্ডা পাড়াটিকে ঘিরে রাখে এবং নরেন সরদারের (২.৬৬) একর জমি জোর পূর্বক দখলে নেয়। সাথে সাথে ট্রাক্টর দিয়ে চাষ করতে শুরু করে। এ সময় তারা পাড়াটির কাউকে বাড়ি থেকে বের হতে দেয় নি। বের হলে তাদেরকে খুন করা হবে বলে হুমকি দিতে থাকে। জমির মালিক নরেন সরদার এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা বাধা দিতে গেল তাদের উপর অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় গুরুতর জখম হয়ে নরেন সরদার, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা জমিতে পড়ে থাকে।
প্রায় ৯টা পর্যন্ত রাশেদুল সরদার এবং এবাদুল সরদার মুন্ডাদেরকে আটকে রেখে জোর পূর্বক জমি দখল করে চাষ করে। রাশেদুল বাহিনী চলে গেলে স্থানীয়রা নরেন সরদার এবং তার ছেলে বউ রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডাকে উদ্ধার করে।

এলাকাবাসীরা আরও জানান, কয়েকদিন আগে রাশেদুল সরদার এবং এবাদুল সরদাররা তিন বার নরেন সরদারের উপর হামলা এবং তার জমি দখল নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এছাড়া ২০১৭ সালেও এই জমিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

ঘটনার পর এলাকায় আদিবাসীদের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। এলাকাবাসী জমি দখলের মুলহোতা এবং হামলাকারী রাশেদুল সরদার ও এবাদুল সরদারসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

 

Back to top button