আঞ্চলিক সংবাদ

সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরির দায়ে রিসোর্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা

আইপিনিউজ ডেক্স(ঢাকা):  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী ইকো রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য নির্মাণকাজ বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক শাহআলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া অনির্দিষ্ট কালের জন্য সুইমিংপুলের কাজ বন্ধ ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মোবাইল কোর্ট পরিচালনা শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, সুইমিং পুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে নির্মাণকাজ বন্ধ ও জরিমানা করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করতেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে এই রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

Back to top button