সাওতাল হত্যা দিবস: ৭ দফা দাবীতে সমাবেশ চলছে
আজ ৬ নভেম্বর সাহেবগঞ্জে সাওতাল হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনের বিচার ও ক্ষতিপুরনসহ ৭ দফা দাবিতে আজ বেলা ১২ টায় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত আছেন, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. জেড আই খান পান্না, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদের আহবায়ক এড. সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করছেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ সভাপতি ফিলিমন বাস্কে।
সকালে বাগদা ফার্মে পৈতৃক সম্পত্তি ফিরে পাবার আন্দোলনের শহীদদের স্মরণে শোক র্যালী করা হয়। এরপর শহীদদের স্মরণে অস্থায়ী বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন এবং পুস্পস্তবক অর্পন করা হয়।
এর আগে সকালে আদিবাসী গানের দল মাদল সাহেবগঞ্জের আদিবাসী বাঙালীরর যৌথ আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে গান পরিবেশন করে।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদ ও জনউদ্যোগের যোথ আয়োজনে এ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।