সাংসদ ঊষাতন তালুকদারের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকিতে সিপিবি’র উদ্বেগ ও নিন্দা প্রকাশ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাংসদ ঊষাতন তালুকদারকে খোদ সংসদ সদস্য ভবনে ঢুকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ, ১৩ জুন এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঊষাতন তালুকদার পার্বত্যাঞ্চলের একজন পরিচিত রাজনৈকিত ব্যক্তিত্ব ও সাংসদ। নিরাপত্তা বেষ্টিত জাতীয় সংসদ এলাকায় একজন সাংসদের বাসভবনে একদল সন্ত্রাসী প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক নৈরাজ্যিক অবস্থাকেই উন্মোচিত করেছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। সাংসদ ঊষাতন তালুকদারকে হত্যার হুমকি প্রমাণ করল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ সদস্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদেরও জান-মালের কোন নিরাপত্তা নেই।
নেতৃবৃন্দ সাংসদ ঊষাতন তালুকদারকে হত্যার হুমকি প্রদানকারীদের শাস্তির দাবি জানান এবং তাঁর যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান
সাংসদ ঊষাতন তালুকদারের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকিতে সিপিবি’র উদ্বেগ ও নিন্দা প্রকাশ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাংসদ ঊষাতন তালুকদারকে খোদ সংসদ সদস্য ভবনে ঢুকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ, ১৩ জুন এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঊষাতন তালুকদার পার্বত্যাঞ্চলের একজন পরিচিত রাজনৈকিত ব্যক্তিত্ব ও সাংসদ। নিরাপত্তা বেষ্টিত জাতীয় সংসদ এলাকায় একজন সাংসদের বাসভবনে একদল সন্ত্রাসী প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক নৈরাজ্যিক অবস্থাকেই উন্মোচিত করেছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। সাংসদ ঊষাতন তালুকদারকে হত্যার হুমকি প্রমাণ করল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ সদস্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদেরও জান-মালের কোন নিরাপত্তা নেই।
নেতৃবৃন্দ সাংসদ ঊষাতন তালুকদারকে হত্যার হুমকি প্রদানকারীদের শাস্তির দাবি জানান এবং তাঁর যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান