সাংবাদিক রাজীব নূরসহ তাঁর সহকর্মীদের উপর হামলার ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্বেগ:
আইপিনিউজ ডেক্স(ঢাকা): হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বাড়িতে সাংবাদিকদের উপর ‘দখলদারদের’ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে – সম্মিলিত সামাজিক আন্দোলন। ঘটনার নিন্দা জানিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বাড়িতে সাংবাদিকদের উপর দখলদারদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন । একই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল এই উদ্বেগ জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গেলে দখলদাররা সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতিসহ সাংবাদিকদের উপর হামলা করে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেয়।
বিবৃতিতে আরো বলা হয়, সংবাদ সংগ্রহের করার সময় সাংবাদিকের উপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। বিবৃতিতে সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।