অন্যান্য
সাঁওতাল নারীকে ধর্ষণের অভিযোগে বাঘায় মামলা

রাজশাহীর বাঘায় এক সাঁওতাল নারীকে ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে মামলাটি করেন। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার দিঘা ঠাকুরপাড়া গ্রামে।
অভিযোগে বলা হয়েছে, বাদীর স্ত্রী সোমবার হাঁস চরাচ্ছিলেন। এ সময় পারিবারিক প্রয়োজনের কথা বলে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বেলাল।
অভিযোগ অস্বীকার করে বেলাল বলে, প্রতিবেশী হিসেবে তাকে বাড়িতে ডেকেছিলেন মাত্র।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ওই নারীর মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেলাল পলাতক।