সাঁওতালী ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ না করার সুপারিশ
সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ না করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এই স্থায়ী কমিটির ৪৩তম বৈঠকে সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পর্কে এ আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়,সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী বাংলা,রোমান ও অলচিকি বর্ণমালা সমর্থিত ৬ জন প্রতিনিধি নিয়ে গঠিত কমিটিকে সাঁওতালীদের নিজস্ব ভাষার বর্ণমালা সম্পর্কে চলতি বছরের ২৩ জানুয়ারি মধ্যে স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে জানানোর সুপারিশ করা হয়। কিন্তু কমিটির সদস্যরা এ বিষয়ে কোন ইতিবাচক সাড়া না দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি, শামসুল হক চৌধুরী এমপি এবং আলী আজম এমপি অংশগ্রহণ করেন।
তথ্যসূত্র: বাসস