আঞ্চলিক সংবাদ

সাঁওতালদের উপর হামলা, গুলিবর্ষণ ও উচ্ছেদের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

২৩শে নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় মাধবপুর উপজেলায় (বাজারে) চা-বাগানের সাঁওতাল চা-শ্রমিকদের আয়োজনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতাল জনগোষ্ঠীকে নিজ ভূমি থেকে উচ্ছেদ, বাড়ি-ঘরে অগ্নিকান্ড ও শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডীসহ অন্যান্য সাঁওতাল জনগোষ্ঠীর হত্যাকারীদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বর্তমানে সাবেহগঞ্জ বাগদাফার্মের কয়েক হাজার সাঁওতাল পরিবার তাদের বাস্তুভিটা হারিয়ে অনাহার-অর্ধাহারে খোলা আকাশের নিচে দিনযাপন করছে। সেই সাথে জমিতে থাকা ধান কাটার ক্ষেত্রে চরম অনিশ্চয়তায় ভোগছে সাঁওতাল জনগোষ্ঠী।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জাগরণ যুব ফোরামের সভাপতি ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহন রবিদাস, ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল চৌহান,সাবেক ইউপি সদস্য সাধন চৌহান, বৈকুন্ঠপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মনিব কর্মকার,শ্রমিক নেতা নয়ন সাঁওতাল, জগদীশপুর চা-বাগানের ইউ/পি সদস্য সন্তুষ মুন্ডা, চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্রযুব আন্দোলনের সভাপতি বিরেন কালিন্দি, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সাংগঠিক সম্পাদক রঞ্জু রবিদাস, প্রচার সম্পাদক সুমন্ত রবিদাস প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন অবিলম্বে যদি সাবেহগঞ্জ বাগদাফার্মের বাস্তুভিটা হারা খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে থাকা চার হাজার সাঁওতাল –মুসলমানদের সুষ্ঠ পুনর্বাসনসহ তাদের জমি ফিরিয়ে দেয়া না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।

Back to top button