অন্যান্য

সহকর্মী খুঁজছে আইপিনিউজঃ আবেদনের সময় বাড়ল ১৫ জানুয়ারি পর্যন্ত

আগ্রহী আদিবাসী তরুণদের থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে-

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বাংলাদেশের আদিবাসীদের জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যম আইপিনিউজ। নানা ক্ষেত্রে প্রান্তিকতার সীমায় বাস করা আদিবাসীদের জনজীবনের নানা প্রসঙ্গকে জনমানুষের কাতারে হাজির করবার জন্য নিম্নোক্ত পদ সমূহে কিছু সংখ্যক আদিবাসী সহকর্মী খুঁজছে আইপিনিউজ-

০১. স্পেশাল ডেক্স রিপোর্টার (ফুল টাইম), পদ সংখ্যা: ২ জন।

শিক্ষাগত যোগ্যতা:  ন্যুনতম ৪ বছর মেয়াদী অনার্স সম্পন্ন হতে হবে।

০২. আঞ্চলিক প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম (০১)
বৃহত্তর ময়মনসিংহ (০১)
উত্তরবঙ্গ (০১)
বৃহত্তর সিলেট (০১)

শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম কমপক্ষে এইচএসসি পাস/ অনার্স পড়ুয়া

০৩. ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট (ফুল টাইম)  পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: বেসিক ওয়েব ডেভলপমেন্ট ও ডিজাইনিং ,এসইও,  গ্রাফিক্স ডিজাইনিং (মাধ্যমিক পর্যায়)

৪.ভিডিও এডিটর (ফুলটাইম) পদসংখ্যা: ১ জন।

যোগ্যতা: ভিডিও এডিটিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, এডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার এফেক্টস সম্পর্কে ধারণা থাকতে হবে।

বিশেষ শর্তাবলী:

১. আবেদনকারীকে বাংলাদেশের যেকেনো আদিবাসী জাতিগোষ্ঠীর সদস্য হতে হবে
২. আদিবাসীদের মৌলিক মানবাধিকারে বিশ্বাসী ও সচেতন হওয়া বাঞ্চনীয়
৩. এক এবং দুই নং পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস-এ পারদর্শী হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড এর সুটনি এমজে লেখার দক্ষতা থাকতে হবে।
৪. এক নং পদের ক্ষেত্রে নিজ মাতৃভাষা ছাড়াও বাংলা ও ইংরেজীতে দক্ষ হতে হবে।
৫. এক,  তিন ও চার নং পদের প্রার্থীদের অবশ্যই ঢাকায় অবস্থান করতে হবে।
৬.  দুই নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কলামে উল্লেখকৃত অঞ্চলের স্থায়ী আদিবাসী হতে হবে এবং উল্লিখিত অঞ্চলে বসবাস করতে হবে।
৭.  উদ্যমী, পরিশ্রমী হওয়া বাঞ্চনীয়।
৮.  উপরোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

সকল পদের বেতন আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত ডকুমেন্টগুলো নিম্নের ই-মেইল ঠিকানায় সংযুক্ত করে পাঠানো অনুরোধ জানাচ্ছি-
১. জীবন বৃত্তান্ত (পিডিএফ)
২. শিক্ষাগত সনদ ও অন্যান্য সম্পর্কিত সনদের স্ক্যান কপি(পিডিএফ)
৩. সম্পাদক বরাবর কাভার লেটার (যেখানে উল্লেখ থাকতে হবে- কেন প্রার্থী আবৃদনকৃত পদের জন্য যোগ্য) (বাংলা ও ইংরেজী দুটোই গ্রহনযোগ্য)

বিদ্র: আবেদনের সময় ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম এবং দুই নং পদের জন্য অঞ্চল উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা:  [email protected]

আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৫ জানুয়ারী, ২০২৩

যোগাযোগ:

আইপিনিউজ বিডি ডট কম
বাসা নং-৪০, শেখেরটেক-৮, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
মুঠোআলাপ:০১৯৩১০৭৩২১৩

 

 

Back to top button