কনিষ্ঠতম সাংসদ হিসেবে ময়মনসিংহ-১ আসনে নির্বাচিত হলেন জুয়েল আরেং
আইপিনিউজ ডেস্কঃ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জুয়েল আরেং প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের পুত্র। বাংলাদেশের গারো জনগোষ্ঠীর মধ্যে প্রমোদ মানকিনের পর তিনিই দ্বিতীয়বারের মতন সাংসদ হিসেবে নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন এক লাখ ৭০ হাজার ১৩৪ ভোট।
এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১শ’ ৩৩টি। আর দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬শ’ ২২ জন। নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইউএনও হেলালুজ্জামান সরকার।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট।
নির্বাচনী কাজে নিয়োজিত দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন।
ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত