জাতীয়

সরকারি যাবতীয় কার্যক্রমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসরণের সুপারিশ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সরকারের যাবতীয় কার্যক্রম পার্বত্য চুক্তি অনুযায়ী সুপারিশ করেছে এই সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে চুক্তি অনুযায়ী বিভিন্ন জাতীয় ও অন্যান্য দিবসগুলো সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টনের জন্য বলা হয়েছে।
বুধবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও এম এ আউয়াল।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে কমিটি। এছাড়া এ বৈঠকে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন দপ্তর বা সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Back to top button