জাতীয়

সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা বহালের দাবিতে ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সরকারি সকল নিয়োগে আদিবাসীদের ৫% কোটা বহালের দাবিতে আজ বিকাল ৪:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের উদ্যোগে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত কর্মসূচি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পালন করতে পুলিশ বাঁধা দেয়। পূর্বঘোষণা থাকলেও পুলিশি বাঁধার কারণে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, আদিবাসীদের কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বক্তারা সরকারিসহ সকল চাকরিতে আদিবাসীদের ৫% কোটা বহালের জোর দাবি জানান।

আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের প্রধান সমন্বয়ক উইলিয়াম নকরেকের সভাপতিত্বে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমিতা রবিদাস, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর সভাপতি অলিক মৃ, গারো স্টুডেন্ট ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) ঢাকা মহানগর আহ্বায়ক প্রভাকর হাজং, সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইলিয়াস মুর্মু, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ঢাকা মহানগর শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলা চন্দ্র ত্রিপুরা, গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু) মধুপুর উপজেলা আহ্বায়ক শাওন রগা প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের যুগ্ম সমন্বয়কারী উন্নয়ন ডি শিরা।

Back to top button