জাতীয়

সম্মিলিত সামাজিক আন্দোলনের নতুন নেতৃত্বে সৈয়দ আনোয়ার হোসেন, রোবায়েত ফেরদৌস ও সালেহ আহমেদ

সম্মিলিত সামাজিক আন্দোলন -এর ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন

 

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া নির্বাহী সভাপতি  হিসেবে অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক হিসাবে সালেহ আহমেদ নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন, সেমিনার হলে অনুষ্টিত সংগঠনটির ৫ম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ডা. সারওয়ার আলী বিষয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে ১৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নামের তালিকা প্রস্তাব করেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের এই কমিটিকে নির্বাচিত করা হয়। এতে মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামালকে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়।


সম্মেলনের শুরুতে গণ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন সংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’।
উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, খুশী কবির, জয়ন্তী রায়, এড. এসএমএ সবুর, এমএ সামাদ, এডভোকেট অশোক সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ এর মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- একে আজাদ, জহিরুল ইসলাম জহির, এডভোকেট পারভেজ হাসেম, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, অলক দাশগুপ্ত, এডভোকেট কানুরাম শর্মা, স্বাধীন চৌধুরী, কাজী এনায়েত হোসেন শিবলু, নন্দলাল পার্শি, দেবব্রত রায় চৌধুরী দীপন, টুনু রাণী কর্মকার, শরীফ বিশ্বাস প্রমুখ।

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ডা. সারোয়ার আলীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুন নুর দুলাল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, নারী নেত্রী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।উক্ত সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন এ্যাডভোকেট পারভেজ হাসেম, সম্মেলনের ষোষণাপত্র উপস্থাপন করেন ড. সেলু বাসিত।

 

 

Back to top button