জাতীয়

‘সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন আইনের খসড়া’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

ঢাকাঃ আজ রোববার সকালে দি ডেইলী স্টার ভবনে ‘সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন আইনের খসড়া’ শীর্ষক জাতীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য টিপু সুলতান এবং সংসদ সদস্য নাজমুল হক প্রধান।
সংলাপের আগে খসড়া আইন উপস্থাপন করেন সঞ্জীব দ্রং এবং এডভোকেট টাইটাস হিল্লোল রেমা। আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেফসর ড. আবুল বারাকাত, মঞ্জুরুল আহসান বুলবুল, ব্যারিস্টার সারা হোসেন এবং রবীন্দ্রনাথ সরেন। সভাপ্রধান এবং সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।
সংলাপে সমতলের বিভিন্ন স্থানের আদিবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক এবং ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রতী, আইপিডিএস, কারিতাস, গ্রাম বিকাশ কেন্দ্র এবং জাতীয় আদিবাসী ও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

Back to top button