‘সফল জননী নারী’ সম্মাননা পেলেন হৃলাক্রাপ্রু মার্মা
হৃলাক্রাপ্রু মার্মা। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতার একজন। তিনি খাগড়াছড়ির মহালছড়ির প্রত্যন্ত এলাকা চৌংড়াছড়ি থেকে ১১ সন্তানকেই পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। আর এমন কীর্তিই হৃলাক্রাপ্রু মার্মাকে দিয়েছে চট্টগ্রাম বিভাগের ‘সফল জননী নারী’র শ্রেষ্ঠত্ব।
গত ৩ মে সকালে অনুষ্ঠিত ‘জয়িতা সম্মাননা’ অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
হৃলাক্রাপ্রু মার্মা বলেন, ‘আমার ছয় ছেলে পাঁচ মেয়ে। এদের মধ্যে একজন উচ্চ শিক্ষা নিয়েছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। বাকি ১০জনই স্নাতকোত্তর করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমার ১১ সন্তানই এখন সম্পদ। দুই ছেলে এবং এক মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। বাকিরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।’
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমার খুবই আনন্দ হচ্ছে। খুব সম্মানিত বোধ করছি।’
উল্লেখ্য,অনুষ্ঠানে দেশের সার্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে ১১ জন করে মোট ৫৫ জন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে আবার পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করা হয়।