অন্যান্য

সন্মাননা পেলেন গারো নারী মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা

সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর সন্মাননা পেলেন গারো নারী মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা। ২৩ শে ডিসেম্বর শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। সন্মাননা পাওয়া ১০ নারী মুক্তিযোদ্ধার মধ্যে দুজন গারো নারী ছিলেন। এর মধ্যে একজন মমতা আরেং অসুস্থ থাকার কারণে সন্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নারীদের ওপর পাকিস্তানি সেনাদের বর্বরোচিত অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্বাধীন দেশের আর কোনো নারী যাতে নির্যাতনের স্বীকার না হন, সরকারের কাছে সেই আহ্বানই জানান সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা।
সন্মাননা অনুষ্ঠানের পর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা আইপিনিউজকে বলেন ‘এটি আমার নবম সন্মাননা। আমি সেক্টর কমান্ডার ফোরামকে সম্মাননা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমি আনন্দিত এবং সন্মানিত বোধ করছি। কিন্তু মুক্তিযুদ্ধে আদিবাসীদের অবদান সম্পর্কে দেশবাসী জানেনা, এটা দুঃখজনক’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, অভিনয়শিল্পী সারাহ বেগম কবরীসহ নারী মুক্তিযোদ্ধারা।

Back to top button