জাতীয়
সংসদে তিন বাহিনীর প্রধানদের মেয়াদ ৪ বছর করার প্রস্তাব উত্থাপন
সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণের প্রস্তাব করে একটি আইনের খসড়া জাতীয় সংসদে তোলা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক ‘প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) বিল-২০১৮’ সংসদে তোলেন। পরে বিলটি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, ‘বাহিনী প্রধানদের নিয়োগের মেয়াদ হবে, একসঙ্গে বা বর্ধিতকরণসহ, নিয়োগ প্রদানের তারিখ হতে অনূর্ধ্ব চার বছর।’
বিলে বলা হয়েছে, পদ থেকে অবসর নেওয়ার দিন থেকেই বাহিনী প্রধানেরা অবসরপ্রাপ্ত বলে গণ্য হবেন। কোনো বাহিনীর প্রধান অবসর নেওয়ার পর কোনো সামরিক বা বেসামরিক পদে পুনঃ নিয়োগ লাভের যোগ্য হবেন না। তবে চুক্তি ভিত্তিতে কোনো বেসামরিক পদে নিয়োগ পেতে পারেন।