জাতীয়

সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

বিকালে বসছে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে বিকাল চারটায় সংসদ সচিবালয়ে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে।

কার্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে।

প্রথম দিনে বাংলাদেশ কর্ম কমিশন-বিপিএসসি-২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন তুলবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানা গেছে। ৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন।

Back to top button