অন্যান্য

‘সংলাপের কমন প্রস্তাবগুলো বিবেচনায় নেবে ইসি’

সংলাপের কমন প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, সংলাপে অনেক প্রস্তাব আনা হচ্ছে। এরমধ্যে নির্বাচনে সেনা মোতায়েন, পেশীশক্তি ও কালোটাকা বন্ধসহ কিছু কিছু কমন প্রস্তাব আসছে। প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো খুব বেশি কমন থাকবে, সেগুলো ইসি বিবেচনা করতে পারে।’ সোমবার দু’টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

নির্বাচন কমিশন সোমবার সকালে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বিকালে খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ করে। সংলাপে দু’টি দলই ম্যাজিস্ট্রেজি ক্ষমতাসহ নির্বাচনে সেনা মোতায়েন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, জাতীয় সংলাপ আয়োজন, নির্বাচনের সময় রাজনৈতিক মামলা প্রত্যহার, নির্বাচন পেশীশক্তি ও কলোটাকার প্রভাব মুক্তরাখা, নির্বাচন কমিশনকে শক্তিশালী, ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের বিধান শিথিলসহ কিছু অভিন্ন প্রস্তাব দেন। সংলাপে মুসলিম লীগের পক্ষ থেকে ১১ দফা ও খেলাফত মজলিসের পক্ষ থেকে ৩৩ দফা প্রস্তাবনা দেওয়া হয়।

Back to top button