অন্যান্য

সংঘর্ষ বন্ধে জুম্ম রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ

পাহাড়ী জনপদে ভ্রাতৃঘাতী সংঘর্ষ বন্ধে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমাসহ বেশকয়েক জনকে হত্যা ও আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, যারা এ ঘটনার জন্যে দায়ী তারা মূলতঃ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায়সংগত অধিকার আদায়ের লড়াইকে ক্রমশঃ দুর্বল থেকে অধিকতর দুর্বল করে তুলছে এবং অন্যদিকে পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নকে অধিকতর প্রলম্বিত করার সুযোগ দিচ্ছে যা কোনক্রমেই এদেশের শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্যে শুভ নয়।
তিনি ঐসব ঘটনার জন্যে দায়ি ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

Back to top button