আঞ্চলিক সংবাদ
শেরপুরে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
শেরপুরে ঝিনাইগাতি থানার ছোট গজনী গ্রামে বন্য হাতি তাড়াতে গিয়ে শুক্রবার রাতে একজন গারো আদিবাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আনুমানিক রাত ১১.৩০ এর দিকে এই ঘটনা ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহতের নাম ললেন কুবি ।
জানা গেছে রাতে বন্যহাতির পাল লোকালয় সংলগ্ন জমিতে হানা দিলে গ্রামবাসীদের সাথে হাতি তাড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন ললেন কুবি । নিহতের বয়স আনুমানিক পঞ্চাষোর্ধ বলে জানিয়েছে এলাকাবাসী ।
উল্লেখ্য, বাংলাদেশ ভারত সীমান্তের এই শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ি থানায় প্রতি বছরই বন্য হাতির পাল এসে ক্ষেতের ফসল নষ্ট করে,এছাড়াও ঘরবাড়ি ভাংচুরসহ মানুষের মৃত্যুর ঘটনাও ঘটছে।