জাতীয়

শুক্র-শনিবার রাজধানীতে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর দুই সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ থাকায় মানোনয়নপত্র দাখিলকারীদের সুবিধার্থে শুক্রবার ও শনিবার ঢাকা মহানগের সকল ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সেই সঙ্গে উল্লেখিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

Back to top button