অন্যান্য

শুক্রবার রাজধানীর শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৩ অক্টোবর শুক্রবার, রাজধানীর মিরপুর ১৩-তে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। পার্বত্য বৌদ্ধ সংঘ ও বিহার পরিচালনা কমিটি যৌথভাবে এই কঠিন চীবর দানানুষ্ঠানের আয়োজন করেছে। একই সাথে শাক্যমুনি বৌদ্ধ বিহারের নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করা হবে ভোর ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ১০টায় বুদ্ধপূজাসহ বিভিন্ন ধর্মীয় আচারাদি সম্পন্ন করা হবে। বিকেল ২টায় শুরু হবে কঠিন চীবর দানানুষ্ঠান। তার আগে শাক্যমুনি বৌদ্ধ বিহারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি। এই ছাড়াও বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১৫ এর সাংসদ কামাল আহমেদ মজুমদার এমপি, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, উত্তর সিটি কর্পোরেশন পেনল মেয়র মো. জামাল মোস্তফা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। সন্ধ্যা ৭টায় বিশ^ শান্তি কামনায় প্রদীপ পূজার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

Back to top button