জাতীয়
শিগগিরই সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদল
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে রদবদল হচ্ছে। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বরত ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হচ্ছে। আজ রোববার আইন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে তাঁদের অন্যত্র বদলিসংক্রান্ত প্রজ্ঞাপনের প্রক্রিয়া চলছে।
সূত্রটি জানায়, এ তালিকায় রেজিস্ট্রার জেনারেল ছাড়াও রয়েছেন আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইন ও সাব্বির ফয়েজ, স্পেশাল অফিসার ইসমাইল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার, আজিজুল হক ও ফারজানা ইয়াসমিন, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান।