জাতীয়

শিক্ষা দিবসে ঢাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

আজ ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র ইউনিয়নের শিক্ষা দিবসের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপমহাদশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায়। ঢাকা মহানগর সংসদের সভাপতি জহর লাল রায়ের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও ঢাকা বিভাগীয় সমন্বয়ক মো. ফয়েজ উল্লাহ।

সমাবেশে কমরেড মঞ্জুরুল আহসান খান বলেন, “শেখ হাসিনা যদি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে নামে তাহলে এই দেশে ছাত্রলীগ নামে কোন সংগঠন থাকবে না। আর শেখ হাসিনা যদি দুর্নীতিবাজ, লুটপাটকারী, নিপীড়ক ছাত্রলীগকে বিলুপ্ত না করে তাহলে শেখ হাসিনাকে বিলুপ্ত হতে হবে।”

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “শিক্ষার উন্নয়ন বলতে এই সরকার কেবল মাত্র অবকাঠামো গড়ে তোলাই বুঝে। কারণ অবকাঠামো গড়তে গিয়ে উপর থেকে নিচ সব জায়গায় কমিশন যায়। গবেষণা, শিক্ষার মানোন্নয়ন থেকে কমিশনও পাওয়া যায় না তাই গবেষণায় বাজেটও দেওয়া হয়না।”

ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, “বাংলাদেশের ইতিহাস লাখো লাখো শহীদ, হাজারো মা বোনের গৌরবময় আত্মদানের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস, ছাত্র ইউনিয়নের লড়াইয়ের ইতিহাস। আমরা এই ইতিহাসের সাথে ছাত্রলীগের দুর্নীতি, ধর্ষণ, নিপীড়নের ইতিহাস যুক্ত করতে চাই না।”

ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, “সরকারদলীয় ছাত্রসংগঠন যেখানে শিক্ষার অবকাঠামো উন্নয়নের টাকা ঈদ সালামির নামে ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে, সেখানে ছাত্র ইউনিয়ন আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে কিভাবে শিক্ষাখাতের সংকটগুলো নিরসন করা যায়।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য রাকিবুল রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক খায়রুল হাসান জাহিন, ঢাকা জেলার সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, মানিকগঞ্জের সভাপতি দুর্জয়, গাজীপুর জেলার সভাপতি মো. দিদারুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাগিব নাঈম, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুমাইয়া সেতু।

সমাবেশ শেষে ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Back to top button