আঞ্চলিক সংবাদ

শহীদ আলফ্রেড সরেন এর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

শহীদ আলফ্রেড সরেন এর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান, এক মিনিট নিরবতা পালন, সংক্ষিপ্ত সমাবেশ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে শহীদ আলফ্রেড সরেন গ্রামে গতকাল ১৮ আগস্ট সকাল ১১ টার সময় অনুষ্ঠীত হয়। জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উরাও, সাংগঠনিক সম্পাদক সুসিল উরাও, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান। উক্ত সময় সেখানে আলফ্রেড সরেন এর ভাই মহেশ্বর সরেন, বোন রেবেকা সরেন, মেয়ে ঝর্ণ সরেন উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আবর, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল।

Back to top button