জাতীয়

লিটন নন্দীসহ ৪ জনের জামিন

ভাষ্কর্য অপসারনের প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্র নেতা লিটন নন্দী সহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার আজ এ জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট চত্তরে নির্মিত ভাষ্কর্যটি সরানো হয়।এর প্রতিবাদে শুক্রবার বাম সংগঠনগুলোর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটক করে পুলিশ। রাতে তাদের বিরূদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়।

লিটন নন্দীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, সংগঠনটির কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরকে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এতে মোট ১৫০ জনকে আসামি করেছে পুলিশ।

Back to top button