লামায় পরিদর্শনে বাধা প্রদানের প্রতিবাদে নাগরিক প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন চলছে
নিজস্ব প্রতিবেদক, ৭ মে, ঢাকাঃ লামায় ভূমি বেদখল সরেজমিন পরিদর্শনে বাধা প্রদানের প্রতিবাদে নাগরিক প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ৭ মে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়। প্রতিনিধি দলের সদস্য নুমান আহম্মদ খানের সঞ্চালনায় সফরের অভিজ্ঞতা তুলে ধরছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফেরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও সফরকারী প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। উল্লেখ্য বান্দরবানের লামা উপজেলায় বহিরাগতদের কর্তৃক পাহাড়ীদের জায়গা, ভিটেমাটি দখলের ঘটনাবলী সরেজমিন পরিদর্শনের জন্য রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি ঢাকা থেকে ৫ মে লামার উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিনিধি দল ৬ মে শনিবার লামা ও বান্দরবান শহরে প্রবেশ করতে গেলে দফায় দফায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বাধার সম্মুখীন হন।