লামায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক জনসংহতি সমিতি ও পিসিপি সদস্যদের উপর হামলা
গত ২৫ এপ্রিল ২০১৬ বেলা ১:০০ টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলাধীন গজালিয়া বাজারে আওয়ামী লীগের লেলিয়ে দেয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য এবং গজালিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চচিংমং মারমার পোলিং এজেন্টের উপর হামলা করে। এতে জনসংহতি সমিতির একজন ও পিসিপির দুইজন মোট তিনজন সদস্য গুরুতরভাবে আহত হয়।
জানা যায় যে, গত ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা নকল ব্যালট পেপার দিয়ে জাল ভোট দিতে চাইলে জনসংহতি সমিতি ও পিসিপি সদস্যরা- যারা গজালিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চচিংমং মারমার পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মী হিসেবে কাজ করেছিলেন- তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসেবে গত ২৫ এপ্রিল আওয়ামী লীগের ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে জনসংহতি সমিতি ও পিসিপি সদস্যদের যাদেরকে গজালিয়া বাজারে পেয়েছে তাদের উপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে মংনুচিং মারমা (৩৫), জ্যোতিহা ত্রিপুরা (২২) ও সুইথোয়াইচিং মারমা (২১) নামের তিনজন আহত হয়েছে।
এ হামলায় ছাত্রলীগের গজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি চিংহাইমং মারমা (২৫) এবং সাধারণ সম্পাদক উসাইনসুই মারমার নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এ হামলার পর গজালিয়া ক্যাম্পের কম্যান্ডার হামলাকারী আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নিয়ে বরঞ্চ ‘পিসিপির সদস্যরা বেশি উচ্ছৃঙ্খল’ মর্মে অভিযোগ তুলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে জানা গেছে।