জাতীয়
লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি

করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (৪ এপ্রিল ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সময় সব ধরণের গণপরিবহন এবং শপিংমল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, ব্যবস্থা, জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। সন্ধ্যা ৬ টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। হোটেল রেস্তোরায় বসে খাবার খাওয়া যাবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সীমিত পরিসরে কাঁচাবাজার খোলা থাকবে। ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চলবে।