আঞ্চলিক সংবাদ

লংগদু মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পদাকান, ২টি ফার্নিচার কারখানাসহ শতাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা না যায়নি। তবে একটি বসতঘরের চুলার আগুন থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা। আগুনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে দমকল বাহিনী ও উপজেলা প্রশাসন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।

এলাকাবাসীরা জানায়, রাত পৌনে একটার সময় যখন আগুন লাগে তখন লোকজন ঘুমিয়ে ছিল। মুহুর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাানোর সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম উপস্থিত।

Back to top button