লংগদু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ
রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১২টি পরিবারকে জেলা প্রশাসন থেকে ছয় হাজার করে টাকা, ২ বান্ডেল টিন, ৩০ কেজি চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প থেকে পরিবার প্রতি ৫ লাখ টাকা করে মোট ১১ কোটি টাকা দেওয়া হবে। এই টাকা লংগদু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাহাড় ধস ও লংগদু অগ্নিকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ অপরাধ মো. সাফিউল সারোয়ার।
উল্লেখ্য, মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে হত্যার প্রতিবাদে গত ২ জুন পাহাড়ি গ্রামে আগুন দেওয়া হয়। এতে ২১২টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।