অন্যান্য
লংগদুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ
সম্প্রতি রাঙামাটির লংগদুতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে ‘পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনার’ বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠান। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট দশজন বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
নিকোলাস চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি, এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন চেয়েছি।
আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী নিকোলাস চাকমা।