জাতীয়

লংগদুতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার ১ বছরঃ মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আজ রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলায় আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার ১ বছর। আজ সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের যথাযথ বিচার, পাহাড়ীদের নামে দায়েরকৃত হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার, এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের যথাযথ ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষ করে লংগদু ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার, লংগদু মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা ও মঙ্গল কান্তি চাকমা, হেডম্যান মানিক কুমার চাকমা ও কার্বারী অশ্বিনী কুমার চাকমা।

Back to top button