রূপানন্দার পিএইচডি বাংলাদেশের আদিবাসী নারীদের মধ্যে প্রথম
বাংলাদেশে প্রথম আদিবাসী নারী হিসেবে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন চাকমা জাতিগোষ্ঠীর মেয়ে রূপানন্দা রায় । অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেড থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন তিনি।
রূপানন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন ২০০৭ সালে। ঢাবিতে পড়ার সময় ২০০৯ সালে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি পেয়ে সেখানে পাড়ি জমান । ইউনিভার্সিটি অব অ্যাডিলেড থেকে ২০১২ সালে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর গতবছর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রীও অর্জন করলেন রূপানন্দা।তাঁর পিএইচডির বিষয় ছিল বাংলাদেশের প্রবাসী শ্রমিক-সংক্রান্ত নীতিমালার মূল্যায়ন।
রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিক্রম রায় ও বিপাশা রায়ের দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে রূপানন্দা। বাবার চাকরিসূত্রে ঢাকাতেই মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের পড়াশোনা তার । স্বামী রিপন তঞ্চংগ্যা পেশায় চিকিৎসক, তাদের মেয়ে পার্নিতার বয়স ১০ মাস । তার এই অর্জন এক নতুন ইতিহাস তৈরি করেছে। বাংলাদেশে ৫০টির বেশি আদিবাসী জনগোষ্ঠীর ভেতরে রূপানন্দা প্রথম নারী যিনি পিএইচডি ডিগ্রী অর্জন করলেন।