জাতীয়

রাষ্ট্র যুগে যুগে আদিবাসীদের সাথে বৈরি আচরণ করেছে – সঞ্জীব দ্রং

পপেন ত্রিপুরা, বিশেষ প্রতিনিধিঃ ‘রাষ্ট্র যুগে যুগে আদিবাসীদের সাথে বৈরি আচরণ করেছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র আদিবাসীদেরকে ঠকিয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্র তাদের অতীতের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে। অনেক রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে আদিবাসীদের কাছে ক্ষমা চেয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।’
রোববার(২৯ অক্টোবর) রাজধানীস্থ গুলশান-২ হোটেল বেঙ্গল ব্লুবেরিতে মানবাধিকার সংস্থা কাপেং ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র আমাদের সাথে নেই। এ রাষ্ট্রের কাছে আমাদের কোনো মূল্য নেই। তাই আমরা এখনো ঠকছি, ঠকে যাচ্ছি’।
“Strengthing the network of indigenous people’s human rights defenders for the promotion and protection of land rights of indigenous people’s of Bangladesh” শিরোনামে একটি প্রকল্পের দিনব্যাপী এ কর্মশালায় মি. দ্রং সরকারের প্রতি প্রশ্ন তোলে বলেন, সরকার সহস্রাব্দ লক্ষ্যমাত্রা উন্নয়নে(এমডিজি) দেশের মাতৃমৃত্যু হার কমেছে দাবি করলেও আদিবাসী মাতৃমৃত্যু হার কত শতাংশ কমেছে তা সরকারের কাছে কোনো তথ্য নেই।
কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমার সভাপতিত্বে কর্মশালার সকালের অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি মি. জেমস ডিলন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা(আইএলও)’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যালেক্সিয়াস চিচাম।
অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাপেং ফাউন্ডেশনের সদস্য হিরামন তালাং। প্রকল্পের কর্মসূচির বিস্তারিত বিবরণমূলক উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী সোহেল চন্দ্র হাজং। এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, হেডম্যান শান্তি বিজয় চাকমা, অজয় মৃ, হিরণ মিত্র চাকমা, বাবলু চাকমা প্রমুখ।
অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় দুই বছরব্যাপী এ প্রকল্পের আওতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক গঠন, প্রশিক্ষণ, কর্মশালা, কনফারেন্স, দেশের বিভিন্ন অঞ্চলে ঘটিত মানবাধিকার লঙ্ঘনের ১৮টি কেস ফাইল গঠন, কেস স্টাডিসহ নানান কর্মসূচি রয়েছে।

Back to top button