জাতীয়

রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালনসহ শিক্ষা, ভূমি ও জীবনের নিশ্চয়তার দাবী বাংলাদেশ আদিবাসী ফোরামের

আইপিনিজ ডেস্কঃ আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয় ভাবে পালন করার দাবী জানিয়েছেন আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা। সংবাদ সন্মেলন থেকে আদিবাসীদের শিক্ষা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, সমতলে পৃথক ভূমি কমিশন গঠন, মধুপুর ও সিলেটের নাহারে গারো ও খাসিয়া উচ্ছেদ ষড়যন্ত্র বাতিলেরও দাবী জানানো হয়।

৬ ই আগস্ট রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম সংবাদ সম্মেলন করেছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তিনি তার বক্তব্যে সারাদেশের আদিবাসীদের পরিস্থিতি তুলে ধরেন।
ঐক্য ন্যাপের আহবায়ক পংকজ ভট্টাচার্য তার সংহতি বক্তব্যে বলেন, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত করে আদিবাসীদের আত্মপরিচয়কে অস্বীকার করা হয়েছে যা পক্ষান্তরে এদশে জঙ্গীবাদকে উৎসাহিত করেছে। এছাড়া উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বিশিষ্ট গবেষক ষৈয়দ আবুল মকসুদ বলেন, আজকের এই দাবী সারাদেশের ত্রিশ লক্ষাধিক আদিবাসী ও ৫০টিরও অধিক আদিবাসী জাতিগোষ্ঠীর বেদনার বহিপ্রকাশ। চুক্তি প্রসঙ্গে তিনি বলেন এত বছর পরেও রাষ্ট্র কেন তা বাস্তবায়ন করতে পারছেনা তার একটা বিবৃতি দেওয়া প্রয়োজন। দেশে অনেক দিবস পালিত হয় বলে তিনি বলেন ঐসব দিবসের মতো আদিবাসী দিবস রাষ্ট্রীয় ভাবে পালন করলে সরকার অরোও উপকৃত হতে পারত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, সমতলের আদিবাসীদের বিদ্যমান ভূমি সমস্যা সমাধান করা ও রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন করা প্রয়োজন।
সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় অরোও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেএসএস এর সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমূখ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরাম নিন্মোক্ত দাবীসমূহ উত্থাপন করেন:
১. আদিবাসীদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে বিশেষ পদক্ষেপ নিতে হবে। আদিবাসীদের শিক্ষা বিস্তারে বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হবে। শিক্ষা নীতির সুফল যাতে আদিবাসীরা ভোগ করতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে;
২. আদিবাসী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক পর্যায় পর্যন্ত পাঠ দান কার্যক্রমের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এ লক্ষ্যে অবিলম্বে আদিবাসী শিক্ষক নিয়োগ করতে হবে;
৩. আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান করতে হবে; সংবিধান সংশোধন করে আদিবাসীদের আত্ম-পরিচয় ও অধিকারের স্বীকৃতি প্রদান করতে হবে;
৪. পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং এ লক্ষ্যে সময়সূচি-ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করতে হবে; ভূমি কমিশন আইন অবিলম্বে কার্যকর করতে হবে;
৫. জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহীত আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র অনুসমর্থন ও বাস্তবায়ন করতে হবে। আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন ও ১৬৯ নং কনভেনশন অনুস্বাক্ষর করতে হবে;
৬. সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য অবিলম্বে ভূমি কমিশন গঠন করতে হবে। মধুপুর গড়ে গারো ও কোচদের ভূমিতে ঘোষিত রিজার্ভ ফরেস্ট বাতিল করতে হবে;
৭. আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কর্তৃক প্রণীত আদিবাসী অধিকার আইন প্রণয়ন করতে হবে;
৮. মৌলভীবাজার জেলার ঝিমাই, পাল্লাতল ও নাহার খাসিয়া পুঞ্জির খাসিয়াদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের উপর প্রশাসনিক ও অবৈধ চাপ প্রয়োগ বন্ধ করতে হবে এবং চা বাগানের লীজ বাতিল করতে হবে;
৯. আদিবাসীদের উপর সাম্প্রদায়িক আক্রমণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন ও অপপ্রচার বন্ধ করতে হবে। আদিবাসী নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
১০. জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

এছাড়া আদিবাসী ফোরাম সহ অন্যান্য সংগঠন দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহ ঘোষণা করেন।
১ ৭ আগস্ট দিনব্যাপী সিরডাপ মিলনায়তনে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের অনুষ্ঠান;
২ ৮ আগস্ট বিকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গারো স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন;
৩ ৯ আগস্ট সকাল ১০টায় আদিবাসী দিবসের দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের মূল অনুষ্ঠান- সমাবেশ, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সুলতানা কামাল উদ্বোধক এবং রাশেদ খান মেনন, এমপি, মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থেকে সংহতি জানাবেন;
৪ ১০ আগস্ট এএলআরডি ও ১০টির অধিক সংগঠন মিলিতভাবে আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে সেমিনার আয়োজন করবে সিরডাপ মিলনায়তনে;

Back to top button