অন্যান্য
রাষ্ট্রপতির কাছে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির চিঠি
বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে চিঠির অনুলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতির এক মাসের ছুটিতে যাওয়া নিয়ে আলোচনার মধ্যে ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন তিনি। ২ অক্টোবর এক মাসের ছুটি নেয়ার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি।
ওই দিনই প্রধান বিচারপতির দায়িত্ব পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে ছুটি পাঠানোর অভিযোগ করছে বিএনপি নেতৃত্বাধীন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। অবশ্য সরকারের পক্ষ থেকে তা অভিযোগ নাকচ করা হয়েছে।