রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়
রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের আজকের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা।
শনিবার (৩০ জুন) কাজান অ্যারেনায় আর্জেন্টিনার মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের ১১ মিনিটে আর্জেন্টিনার ডি বক্সে মার্কোস রোহোর ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান।
৪১ মিনিটে ডি’মারিয়ার গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। দুর্দান্ত এক লংশটে গোল করেন এই আর্জেন্টাইন তারকা। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে মেসির গোলমুখে দুর্দান্ত এক শটে পা ছোঁয়ান গ্যাব্রিয়েল মেকার্ডো। আর তাতেই লিড নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা হয়নি। ম্যাচের ৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের গোলে আবারও সমতায় ফিরে ফ্রান্স।
এরপরই জোড়া আঘাত হানেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধের ৬৪ ও ৬৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
তবে ২ গোলে পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লড়ে গেছে তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমান সার্জিও আগুয়েরো।
তাতেও শেষ রক্ষ হলো না। বিদায় নিতে হলো মেসিবাহিনীকে।