আন্তর্জাতিক

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

শব্দের চেয়ে ১০ গুণ গতির একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের একটি বিমানঘাঁটি থেকে শনিবার একটি মিগ-৩২ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুর দিকে ‘অপরাজেয়’ ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিয়েছিলেন এ ক্ষেপণাস্ত্রটি সেগুলোরই একটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

এতে একটি জঙ্গি বিমান থেকে ছোড়ার পর আকাশে আগুনের রেখা তৈরি করে ক্ষেপণাস্ত্রটিকে উড়ে যেতে দেখা যায়।
ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে বলেও মন্ত্রণালয় থেকে দাবি করা হয়।

গত ১ মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কিনঝাল’ নামের নতুন এ ক্ষেপণাস্ত্রের ঘোষণা দেন।‘একে এটি আদর্শ অস্ত্র’ বলে বর্ণনা করেন তিনি। রাশিয়ায় ‘কিনঝাল’ বলতে এক ধরনের ছোরা বোঝায়।

কিনঝাল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি বেগে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে
তথ্যসূত্রঃ বিবিসি

Back to top button