রামগড়ে ৮ ভারতীয় নাগরিককে বিএসএফে কাছে হস্তান্তর
রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ ভারতীয় যুবক-যুবতীকে আটক করার দুইদিন পর ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
২৩মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১১টার সময় রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গত ২১মার্চ দুপুর ১২ ঘটিকার সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ৪৩ বিজিবি জোয়ান কর্তৃক আটককৃত ৮ যুবক-যুবতীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো: জয়েন উদ্দীন এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাঠালছড়ির এমএল ইন্সপেক্টর রনওয়া।
হস্তান্তরকারীরা হল বায়খোড়া থানার উত্তর ইছাছড়া গ্রামের কেওঘ্য মগের ছেলে রাহুল মগ (২৭), কমগপাড়া গ্রামের সুধা মগের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মনি (১৭), মংলা মগের মেয়ে ১০ শ্রেনীর ছাত্রী সামাপ্রু (১৯), আকিয়ামগ পাড়ার উমাচাই মগের মেয়ে ১০ শ্রেনীর ছাত্রী অথৈ মগ (১৯), তার বোন ৯ম শ্রেনীর ছাত্রী উচাং মগ (১৮), অংচাপ্রু মগের মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী কনিকা মগ (১৮), নিতচাপ্রু মগের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী আখ্যয় মগ (১৮), রেধা মগের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী চিংভাই মগ (১৮)। আটককৃতরা সবাই ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বলে জানা গেছে।
উল্লেখ্য-বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে গত ২১মার্চ বিকাল ৪টায় বৈঠকে আটককৃতদেরকে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানালে গত দুইদিন আটককৃতদের রামগড় বালিকা বিদ্যালয়ের হেফাজতে রাখা হয়।