খেলাধুলা

রাবিতে শহীদ মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “শহীদ মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২২” সম্পন্ন হয়েছে। ফাইনালে টিম টাসেনকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম হাজলং। ২৫ জুন (শনিবার) সকাল ৮.০০ টায় শেখ কামাল স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টিম হাজলং বনাম টিম টাসেন এর মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। পরে টাইব্রেকারে (৩-২) গোলে জয় পায় টিম হাজলং।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অমর বিকাশ চাকমা এবং জীনিচ চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী শিক্ষার্থী প্রমিত চাকমা, কসমিন চাকমা এবং হিজল চাকমা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন “শহীদ মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২” আয়োজন কমিটি’র আহ্বায়ক শোভন ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন হিজল চাকমা। সেই সাথে সদ্য বিদায়ী শিক্ষার্থী কমসিন চাকমা ও প্রমিত চাকমা তাদের বক্তব্য রাখেন।

টুর্নামেন্টের অন্যতম প্রধান আয়োজক অমর বিকাশ চাকমা আইপিনিউজকে বলেন, ‘শহীদ মংচসিং মারমার স্মরণে আয়োজিত টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ফুটবল খেলার মাধ্যমে আমরা মংচসিং মারমাদের মত আত্মনিয়ন্ত্রণাধিকার প্রাপ্তির লড়াইয়ে নিহত শহীদের স্মরণ করতে চেয়েছি। তাদের আত্মত্যাগ সবাইকে বারবার স্মরণ করিয়ে দেয়াই ছিল এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য।’

খেলা শেষে অমর বিকাশ চাকমা, আহ্বায়ক শোভন ত্রিপুরা, বিদায়ী শিক্ষার্থী কসমিন চাকমা এবং প্রমিত চাকমা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীনিচ চাকমা। টুর্নামেন্টটি আয়োজন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা।

উল্লেখ্য যে, গত ১০ জুন শহীদ মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে ৪ টি দলে ভাগ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমগুলো ছিল টিম সিএইচটি ডেলিগেশন, টিম টাসেন, টিম বরগাঙ, টিম হাজলং।

Back to top button